ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কাল থেকে থাকছে না ঢাবির প্রবেশপথের ব্যারিকেড

২০২৫ জানুয়ারি ৩১ ১৭:১৮:৩২
কাল থেকে থাকছে না ঢাবির প্রবেশপথের ব্যারিকেড

ঢাবি প্রতিনিধি : অমর একুশে বইমেলায় দেশের আপামর জনসাধারণের অবাধ প্রবেশে সহযোগিতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশপথগুলোতে থাকা ব্যারিকেড তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ব্যারিকেড তুলে নেয়া হবে। এতে করে পুরো ফেব্রুয়ারি মাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে আর কোন ব্যারিকেড থাকছে না।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। সারাদেশ থেকে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ এ বইমেলা উপভোগ করতে আসেন। বইমেলা উপভোগ করতে আশা ক্রেতা এবং দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি-নিষেধ থাকে তা অমর একুশে বইমেলা উপলক্ষ্যে শিথিল করা হলো। ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।”

তবে, এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য ঢাকা মহানগর ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে