ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অপহরণের চার ঘণ্টা পর কুবি শিক্ষার্থীকে উদ্ধার, আটক ১

২০২৫ জানুয়ারি ৩১ ১৭:০৯:৩৭
অপহরণের চার ঘণ্টা পর কুবি শিক্ষার্থীকে উদ্ধার, আটক ১

ডুয়া নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজকে অপহরণের চার ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর তোয়া হাউজিং এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এ সময় মো. নাহিদ (২০) নামের একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটক নাহিদ কুমিল্লার সাতোরা এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ অপরাধ স্বীকার করেছে। সে বলেছে, তারা পাঁচজন মিলে শাকিলকে অপহরণ করেছে। অপর চার সহযোগী হলেন বিষ্ণপুর এলাকার জিহাদ (১৯), ঝাউতলার সাইফুল (২০), ফৌজদারীর শাহিন (২০) এবং আকাশ (২০)।

শাকিল, যিনি কুবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী জানিয়েছেন যে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি টিউশন শেষে কুমিল্লা শহর থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। অপহরণকারীরা তার অটোরিকশায় আগে থেকেই অবস্থান করছিল এবং দৌলতপুর আসার পর ভুল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে, শাকিল অটো থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পরে পিছু নিয়ে তাকে একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়।

অপহরণকারীরা শাকিলের মোবাইল থেকে তার পরিবারের কাছে ১০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযানে সরকারি বিভিন্ন স্থান থেকে অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে