ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

এবার বাঁশ ফেলে সড়ক অবরোধ করলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

২০২৫ জানুয়ারি ৩১ ১৬:৪৯:০১
এবার বাঁশ ফেলে সড়ক অবরোধ করলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দাবির প্রতি সরকারের অরাজনৈতিক মনোভাবের প্রতিবাদে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর তিনটা থেকে বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেছেন। কলেজের সামনের সড়কে এই অবরোধের শুরু হওয়ার ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীরা দুই দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, রাষ্ট্র যদি তাদের ইচ্ছা পূরণ না করে তবে তারা এই অবস্থান অব্যাহত রাখবে। অনশনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দায়ী নই বরং এর জন্য রাষ্ট্রকে দায়ী করা উচিত। রাষ্ট্র আমাদের দাবি মেনে নিলে আমরা সড়ক ছেড়ে দেব।’

যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে এই পরিস্থিতি চলমান থাকবে বলে জানান তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে