ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কাল চুয়েটের ভর্তি পরীক্ষা, জেনে নিন বিস্তারিত তথ্য

২০২৫ জানুয়ারি ৩১ ১৬:২৯:৩৯
কাল চুয়েটের ভর্তি পরীক্ষা, জেনে নিন বিস্তারিত তথ্য

ডুয়া ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহরের চারটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ, এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কনের পরীক্ষা হবে।

চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসন রয়েছে। এবারের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২২ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল বলেছেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং যানবাহন সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাতেও অংশগ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের এবং ইংরেজির জন্য যথাক্রমে ১৫টি ও ৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায়।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছের অধীনে কুয়েট, রুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হচ্ছিল কিন্তু বর্তমান শিক্ষাবর্ষে চুয়েট কর্তৃপক্ষ এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে