ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:২৮:২৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের পর এবারই প্রথম নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি, যা ২০২১-২০২৪ পর্যন্ত গুচ্ছ পদ্ধতির আওতায় ছিল।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিভিন্ন হল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এ বছর ইউনিট-ই (চারুকলা অনুষদ) এর ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের বিপরীতে মোট ১৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে