ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

একসঙ্গে ৬ বান্ধবী বিসিএস ক্যাডার

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:১০:৫০
একসঙ্গে ৬ বান্ধবী বিসিএস ক্যাডার

ডুয়া নিউজ: “ছয় বান্ধবী বিসিএস ক্যাডার: একজন এডিসি, একজন আইসিটি অফিসার, একজন ইউএনও, দুজন এসি ল্যান্ড এবং একজন সিনিয়র সহকারী কমিশনার” শীর্ষক দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, এই ছয় বান্ধবীর ছবিগুলিতে যেসব নারীরা রয়েছেন, তারা চাকরিতে যোগদানের পূর্বে কেউই কারো বান্ধবী ছিলেন না।

রিউমর স্ক্যানার বলেছে, ২০২৩ সালে তারা শরীয়তপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত অবস্থায় পহেলা ফাল্গুন উপলক্ষে একসাথে কিছু ছবি তুলেছিলেন, যা পরে এই দাবির সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।

প্রতিবেদনটি আরও উল্লেখ করে যে, অন্তত ২০২৪ সাল থেকে ইন্টারনেটে হলুদ শাড়িতে সাজানো ছয়জন নারীর ছবিগুলি ভাইরাল হয়ে উঠেছে, যেখানে দাবি করা হচ্ছে তারা একে অপরের বান্ধবী এবং সবাই বিসিএস ক্যাডার।

আলোচিত পোস্টগুলিতে দাবি করা হয়েছে, এই নারীদের মধ্যে একজন এডিসি, একজন আইসিটি অফিসার, একজন ইউএনও, দুজন এসি ল্যান্ড এবং একজন সিনিয়র সহকারী কমিশনার রয়েছেন।

এই বিষয়ে এক বান্ধবী হাছিবা খান বলেন, “আমরা কেউ বান্ধবী নই, আমরা সবসময় সহকর্মী ছিলাম। শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত থাকাকালীন ওই ছবিটি তোলা হয়েছিল। একজন ফটোগ্রাফার ভুল করে আমাদের নাম দিয়ে পোস্ট দিয়েছিল, পরে বিষয়টি বুঝতে পেরে তিনি সেটা ডিলিট করেছেন। এই তথ্যগুলো সত্যি নয়।”

এছাড়া, পূর্বেও একই ছবিগুলি ব্যবহার করে একই ধরনের তথ্য প্রচারিত হলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে