ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বইমেলায় উসকানিমূলক বই ঠেকাতে কঠোর নজরদারি

২০২৫ জানুয়ারি ৩১ ১৪:০৪:৪৪
বইমেলায় উসকানিমূলক বই ঠেকাতে কঠোর নজরদারি

ডুয়া নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন অমর একুশে বইমেলায় কোনো ধর্মীয় উসকানিমূলক বই প্রকাশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, "বইমেলায় ধর্মীয় উসকানিমূলক কোনো বই প্রকাশিত হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হবে। পাশাপাশি বইমেলাকে কেন্দ্র করে কোনো নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, বইমেলায় লেখক ও প্রকাশকদের ওপর অতীতে হামলার ঘটনায় যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের অনেকেই এখন জামিনে মুক্ত। এসব ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে, যাতে তারা পুনরায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

আগামীকাল শনিবার শুরু হতে যাওয়া বইমেলা উপলক্ষে প্রকাশকরা প্রস্তুতি শুরু করলেও এখনো পুরো কাঠামো গড়ে ওঠেনি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে স্টল নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন।

এদিকে, ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর ওপরও কড়া নজর রাখা হচ্ছে।

ঢাকা শহরে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ কাউকে বলপ্রয়োগ করতে চায় না। তবে রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে