ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বৃষ্টি-কুয়াশা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৫ জানুয়ারি ৩১ ১০:৪৪:২৬
বৃষ্টি-কুয়াশা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডুয়া নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাবে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হারকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে অব্যাহত হতে পারে।

কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনার মধ্যেই সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে