ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা

২০২৫ জানুয়ারি ৩০ ২২:৩৭:২৯
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা

ডুয়া নিউজ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন’-এর আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশিদের কর্মসংস্থান, ভিসা প্রাপ্তি এবং প্রবাসী কর্মীদের কল্যাণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কনসাল জেনারেল ইব্রাহিম খোরির দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।

এছাড়া, তিনি দুবাই ও আমিরাতের বন্দরে বাংলাদেশি নাবিকদের সাইন অফ বা ট্রানজিট ভিসা প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য সহযোগিতার আহ্বান জানান।

ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মোহরির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে