ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ২৩ পদে চাকরির সুযোগ

২০২৫ জানুয়ারি ৩০ ২০:৪৯:৫৯
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ২৩ পদে চাকরির সুযোগ

ডুয়া ডেস্ক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৩টি পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিচে নির্ধারিত পদের বিস্তারিত তথ্য দেওয়া হলো:

১. পদের নাম: সিনিয়র অফিসার (সেলস)পদসংখ্যা:বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (এম-৬)

২. পদের নাম: সিনিয়র অফিসার (শিপিং)পদসংখ্যা:বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (এম-৬)

৩. পদের নাম: সিনিয়র অফিসার (পারচেজ)পদসংখ্যা:বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (এম-৬)

৪. পদের নাম: সিনিয়র অফিসার (আইটি/প্রোগ্রামার)পদসংখ্যা:বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (এম-৬)

৫. পদের নাম: অফিসার (অপারেশনস)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

৬. পদের নাম: অফিসার (ল্যাবরেটরি)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

৭. পদের নাম: অফিসার (স্টোর)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

৮. পদের নাম: অফিসার (অ্যাকাউন্টস)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

৯. পদের নাম: অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলমেন্ট)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

১০. পদের নাম: অফিসার (লিগ্যাল অ্যান্ড এস্টেট)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

১১. পদের নাম: অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

১২. পদের নাম: অফিসার (পাবলিক রিলেশন্স)পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

১৩. পদের নাম: অফিসার (কনফিডেনশিয়াল)

পদসংখ্যা:বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (এম-৭)

১৪. পদের নাম: জুনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

১৫. পদের নাম: জুনিয়র অফিসার (সিকিউরিটি)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

১৬. পদের নাম: জুনিয়র অফিসার (অপারেশনস)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

১৭. পদের নাম: জুনিয়র অফিসার (পারচেজ)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

১৮. পদের নাম: জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

১৯. পদের নাম: জুনিয়র অফিসার (ফাইন্যান্স)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

২০. পদের নাম: জুনিয়র অফিসার (এমআইএস অ্যান্ড আইটি)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

২১. পদের নাম: জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

২২. পদের নাম: জুনিয়র অফিসার (প্ল্যানিং অ্যান্ড ইকোনমিকস)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

২৩. পদের নাম: জুনিয়র অফিসার (অ্যাডমিন)পদসংখ্যা:বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (এম-৮)

যেভাবে আবেদন করবেন:আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি:পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা, মোট ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে