ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কোচ পিটারের অধীনে খেলবে না নারী ফুটবলাররা; অবসরের হুমকি

২০২৫ জানুয়ারি ৩০ ২০:২৫:৪৩
কোচ পিটারের অধীনে খেলবে না নারী ফুটবলাররা; অবসরের হুমকি

ডুয়া নিউজ: সাফ চ্যাম্পিয়ন হওয়া সিনিয়র নারী ফুটবলারদের এবং কোচ পিটার বাটলারের মধ্যে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীনে কোনো কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবিনা খাতুনরা।

দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার তারা গণ অবসরের হুমকি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাফুফে ভবনে একত্রিত হয়ে ফুটবলাররা গণমাধ্যমে জানান, যদি কোচ পিটার বাটলার থাকেন, তবে তারা সম্মানজনকভাবে ফুটবল ছেড়ে দিতে চান।

নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়েই কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব সামনে আসে, তবে সাফ জয়ের আনন্দে তখন বিষয়টি চাপা পড়ে যায়।

পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে এবং তিনি তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে গত সোমবার রাতে ঢাকায় ফিরেছেন। এরপর থেকেই আবার নতুন সংকট তৈরি হয়েছে।

আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে বাফুফে, কিন্তু নারীদের বিদ্রোহের মুখে সেটি থমকে গেছে। কোচ এবং সিনিয়র ফুটবলারদের মধ্যে দূরত্বের বিষয়টি বাফুফে জানত, তবে এতদিন পর্যন্ত তারা কোনো উদ্যোগ নেয়নি।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলোচনা করেন এবং সংকট সমাধানের জন্য কোচ ও ফুটবলারদের নিয়ে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে, এসব বৈঠকে সমস্যার সমাধান হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে