ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়ীক পার্টনার; বিডার সঙ্গে বৈঠক

২০২৫ জানুয়ারি ৩০ ১৯:৫৩:৩৭
বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়ীক পার্টনার; বিডার সঙ্গে বৈঠক

ডুয়া ডেস্ক: উন্নয়ন, জ্বালানি এবং অন্যান্য খাতে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনট্রি বিচ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে তিনি জানান, আমেরিকার নেতৃত্বে পরিবর্তনের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

জেনট্রি বিচ একদিনের সফরে বাংলাদেশে এসে বিডার আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এই সফরে তিনি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিতে এসেছেন।

জেনট্রি বিচ বলেন, "বিনিয়োগের উদ্দেশ্যে আমি বাংলাদেশে এসেছি। আমরা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চাই, পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির বিষয়েও আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসার পর বাংলাদেশসহ সারা বিশ্বে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা আমরা কাজে লাগাতে চাই।"

মধ্যাহ্নভোজে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জেনট্রি বিচ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশে ইনভেস্টমেন্ট সুযোগ সুবিধা কী কী আছে তা পর্যালোচনা করার জন্য, তারা মূলত খনিজ, গ্যাস অনুসন্ধান ইত্যাদির দিকে বেশি আগ্রহী।"

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের ওপর জেনট্রি বিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে