ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের পুরনো ‘মধুমিতা’ হল

২০২৫ জানুয়ারি ৩০ ১৯:১৩:৫৭
বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের পুরনো ‘মধুমিতা’ হল

ডুয়া ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিপর্যয়ের মধ্যে রয়েছে দেশের সিনেমা বাজার। মানসম্মত সিনেমার অভাবে বন্ধ হয়েছে দেশের একাধিক সিনেমা হল। ঢাকা শহরের ঐতিহাসিক বলাকা হলের কার্যক্রম দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। এবার শোনা যাচ্ছে ঢাকার ৫৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

হলের কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সিনেমা না থাকায় এবং লোকসানের মুখে পড়ে মধুমিতা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শেষবার গত নভেম্বরে শাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি পেয়েছিল মধুমিতা সিনেমা হলে, যা ছিল হলটির সর্বশেষ প্রদর্শিত ছবি। এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে এবং কোনো নতুন সিনেমাও মুক্তি পায়নি।

মধুমিতা হলের কর্ণধার এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ঢাকা পোস্টকে জানান, হলটি বন্ধ রাখার কারণে স্টাফদের বেতন প্রদান করা সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এখনো অফিসিয়ালি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেননি।

তিনি আরও বলেন, “ভালো সিনেমার অভাবে আমরা হল চালাতে পারছি না, এবং কর্মীদের বেতনও দিতে পারছি না। আমরা আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে যদি কোনো আশানুরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়, তাহলে ঈদের পরেই চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে।”

মধুমিতা সিনেমা হল ১৯৬৭ সালের ১ ডিসেম্বর উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। দীর্ঘ বছর ধরে এটি দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটি বিশেষ স্থান হলেও, গত নভেম্বর থেকে এটি বন্ধ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, মানসম্মত সিনেমা মুক্তির মাধ্যমে এই ঐতিহ্যবাহী হল পুনরায় সচল হবে কি না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে