ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পবিত্র শবে বরাত কবে; জানাল চাঁদ দেখা কমিটি

২০২৫ জানুয়ারি ৩০ ১৯:০২:৩৭
পবিত্র শবে বরাত কবে; জানাল চাঁদ দেখা কমিটি

ডুয়া নিউজ: আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এ হিসেবে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩১ জানুয়ারি (শুক্রবার) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে আগামী ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে