ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ৩০ ১৯:০৫:৪২
রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

ডুয়া ডেস্ক: রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ সংক্রান্ত বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তথ্য ভবনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এর পর শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলিয়ে নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া।

বিএনপি সরকারের ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক দল গঠনে যোগ দেওয়ার অভিযোগ করেছে। যা আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের শীর্ষ নেতাদের।

এদিকে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে এবং নাহিদ ইসলাম মহাসচিবের দায়িত্ব নিতে পারেন। তিনি এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, "রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হওয়া উচিত।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে