ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দেশের সবচেয়ে দরিদ্র জেলা ও উপজেলা

২০২৫ জানুয়ারি ৩০ ১৮:১৯:৫২
দেশের সবচেয়ে দরিদ্র জেলা ও উপজেলা

ডুয়া ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’-এ জানানো হয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা ডাসার। মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ, এবং ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ।

মাদারীপুর জেলার অন্যান্য উপজেলাগুলোর মধ্যে ডাসারই সবচেয়ে বেশি দারিদ্র্যের হার নিয়ে শীর্ষে রয়েছে, যা ৫০ শতাংশেরও বেশি।

বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশের গ্রামীণ এলাকাগুলোর মধ্যে দারিদ্র্য কিছুটা কমেছে, তবে শহর এলাকায় তা বেড়েছে। ২০২২ সালের খানা আয় ব্যয় জরিপে গ্রামে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা পরবর্তী দারিদ্র্য মানচিত্রে কমে ২০ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। তবে শহরে দারিদ্র্যের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫ শতাংশে।

এছাড়া, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকা পল্টন এবং সবচেয়ে ধনী জেলা নোয়াখালী হিসেবে চিহ্নিত হয়েছে।

বিভাগভিত্তিক দারিদ্র্যের হারেও পার্থক্য দেখা গেছে। বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্য রয়েছে, যেখানে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য, যা ১৫ দশমিক ২ শতাংশ।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাহবুব হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান সিমোন লসন পার্চমেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে