ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রংপুরকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল খুলনা

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:৫৬:১৬
রংপুরকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল খুলনা

ডুয়া নিউজ: চলমান বিপিএলের শুরুতে দারুণ ফর্মে ছিল রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে তারা প্লে-অফে প্রথম দল হিসেবে জায়গা করে নেয়। কিন্তু পরবর্তী চার ম্যাচেই পরাজিত হয়েছে সোহানরা। সর্বশেষ ম্যাচে খুলনার কাছে ৪৬ রানে পরাজিত হয় রংপুর। এই জয়ে খুলনা প্লে-অফের লড়াইয়ে টিকে রইল। সামনে ঢাকাকে হারাতে পারলেই প্লে-অফে জায়গা করে নেবেন মেহেদি হাসান মিরাজরা।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রথমে ব্যাট করে খুলনা রংপুরের সামনে ২২১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। রংপুর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে সক্ষম হয়, ফলে খুলনা ৪৬ রানের বড় জয় পায়।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে রংপুর। তৌফিক খান ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। সাইফ হাসানও ৯ বলে ৬ রান করে রান আউট হন। তবে সৌম্য সরকার ও ইফতেখার আহমেদ মিলেই ব্যাট চালাতে থাকেন। ইফতেখার ১৫ বলে ১৯ রান করে আউট হলেও সৌম্য ৩১ বলে ফিফটি তুলে নেন। তবে পরবর্তীতে বেশ কয়েকটি উইকেট পড়তে থাকে, আর রংপুর ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

সাইফউদ্দিন ১০ বলে ১৮ রান করে আউট হলে রংপুরের অবস্থা আরও কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত ১৭৪ রানে থেমে যায় তাদের ইনিংস। খুলনার হয়ে মুশফিক হাসান ৩ উইকেট নিয়ে অন্যতম প্রধান পারফর্মার ছিলেন।

এর আগে খুলনা প্রথমে ব্যাট করে শুরুতে দুর্দান্ত স্কোর দাঁড় করায়। মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম দুর্দান্ত শুরু এনে দেন, তবে মিরাজ ১২ বলে ২১ রান করে আউট হন। অ্যালেক্স রোসও রান আউট হন ১৪ বলে ১২ রান করে। এরপর নাঈম ও উইলিয়াম বোসিস্টো মিলে খুলনাকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান। নাঈম ৬২ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন, যার ফলে ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে খুলনা।

এদিনের ম্যাচে খুলনার হয়ে মুশফিক হাসান ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে