ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:৩২:৪১
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

ডুয়া ডেস্ক: ইউরোপের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গের ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই বৃত্তি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করা যেতে পারে। বিশেষ সুবিধা হিসেবে, আবেদনকারীদের আইইএলটিএস প্রয়োজন হবে না।

সুযোগ-সুবিধা

  • আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তির আওতায় আংশিক অর্থায়ন করবে।
  • স্নাতকোত্তরের জন্য উপবৃত্তি: দুই বছরে মোট ১০,০০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২ লাখ ৬০ হাজার টাকা (১ ইউরো সমান ১২৬ টাকা ধরে)।
  • আবাসন সুবিধা: লুক্সেমবার্গ সরকারের আর্থিক সহায়তায় আবাসনের ব্যবস্থা থাকবে।

আবেদনের প্রয়োজনীয় নথিপত্র

  • ডিগ্রির সার্টিফিকেট ও তার প্রতিলিপি
  • পারসোনাল স্টেটমেন্ট
  • দুটি রেকমেন্ডেশন লেটার
  • মোটিভেশন লেটার
  • সিভি (কারিকুলাম ভিটা)
  • প্রশংসাপত্রের অনুলিপি
  • পূর্ববর্তী বছরের আয়করের অনুলিপি
  • পারিবারিক অবস্থার বিবরণ

আবেদনের যোগ্যতা

  • ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতকে ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রর্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

৩১ মার্চ ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে