ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার : তথ্য উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:৩৫:৪৫
ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার : তথ্য উপদেষ্টা

ডুয়া ডেস্ক: ফ্যাসিবাদী দোসরদের ষড়যন্ত্র প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, "আমরা রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে।" তিনি আরও যোগ করেন যে সামাজিক চাপের মধ্যেও সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের উপর কোনো ধরনের চাপ নেই। তবে তিনি সতর্ক করেন যে, গণমাধ্যমের স্বাধীনতার নাম নিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

এই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "শেখ হাসিনার অবশ্যই বিচার হবে এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কাজ চলছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে