ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজউক চেয়ারম্যান

জায়গা থাকলে ১০০ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:২৪:৪৫
জায়গা থাকলে ১০০ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে

ডুয়া নিউজ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার জানিয়েছেন, যদি পর্যাপ্ত জায়গা থাকে, তবে ১০০ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজউক সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছিদ্দিকুর রহমান জানান, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হচ্ছে এবং ফ্লোর এরিয়া রেশিওর মান বাড়ানো হয়েছে। এর ফলে, ভবন নির্মাণের জন্য প্লটের আকার অনুযায়ী ভবনের আকার নির্ধারিত হবে। তিনি বলেন, "এখন যত বড় প্লট হবে, তত বড় ভবন নির্মাণ করা যাবে। জায়গা থাকলে ১০০ তলা ভবন করার অনুমতি দেওয়া হবে।" তিনি আরও জানান, ড্যাপ রিভিউ কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয়ে এটি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।

রাজউক চেয়ারম্যান বলেন, বিধিমালা সংশোধন করা হচ্ছে এবং এই নতুন বিধিমালায় জলাশয়ের উপর ভবন নির্মাণের সুযোগ থাকবে না। ভবন নির্মাণের জন্য কমপক্ষে ২০ ফুট রাস্তা থাকতে হবে, তার নিচে রাস্তা থাকলে অনুমোদন দেওয়া হবে না। এছাড়া, যেসব ভবন নির্মাণে কিছু নিয়ম ভঙ্গ করা হয়েছে, সেগুলোকে বিধান অনুসারে আর্থিক জরিমানা দিয়ে সংশোধন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশিদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রধান স্থপতি মোস্তাক আহমেদ, ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমন প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে