ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিশুসহ আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:১৩:২৪
শিশুসহ আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ

ডুয়া ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে, এবং বিনিময়ে হামাস গাজা উপত্যকা থেকে ৩ জন ইসরায়েলি ও ৫ জন থাই নাগরিককে মুক্তি দেবে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা।

বুধবার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একটি বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছেন। তাদের নাম হল আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গ্যাডি মোশে মোজেস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাবেন। এর মধ্যে ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, ৪৮ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩০ জন অপ্রাপ্তবয়স্ক বন্দি রয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তাদের পাঠানো প্রতিবেদনে এই মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আজ যে ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে, তাদের নামও প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে।

২০২৩ সালে হামাস ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি বানিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান শুরু করে, যাতে ৪৭,৪০০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,০০০ এরও বেশি আহত হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

১৫ মাসের ভয়াবহ সংঘাতের পর, আন্তর্জাতিক চাপের মুখে ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এবং হামাস। এই চুক্তির আওতায়, আগামী ৬ সপ্তাহে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল ১,৭০০ থেকে ২,০০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতির পর থেকে ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামাস ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, এবং ইসরায়েল ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে