ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০২৪ সালে জাপানে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৫ জানুয়ারি ৩০ ১৬:৩৮:২৬
২০২৪ সালে জাপানে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা

ডুয়া ডেস্ক: ২০২৪ সালে জাপানে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। যদিও ২০২৩ সালের তুলনায় সার্বিক আত্মহত্যার হার কমেছে, স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালে ৫২৭ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা অতীতে কোনো বছরেই এমন ঘটনা ঘটেনি। এর আগে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫১৩ জন। তবে ২০২৪ সালে সার্বিক আত্মহত্যার সংখ্যা ২০,২৬৮টি, যা ২০২৩ সালের ৩৪,৪২৭টির তুলনায় ৭.২ শতাংশ কম।

জাপানের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর, অর্থাৎ আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাপানের মন্ত্রিসভা সচিব কৈচিরো তাচিবানা বলেছেন, "আমরা শিশুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। একই সঙ্গে সমাজে এই বার্তাও ছড়িয়ে দিতে হবে যে, কোনো পরিস্থিতিতেই আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।"

সূত্র: এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে