ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন

২০২৫ জানুয়ারি ৩০ ১৬:২২:৫৯
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন

ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন প্রজ্ঞাপনে সাধারণ করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে। এইভাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া ১৬ মার্চ পর্যন্ত কোম্পানির করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর-এর নতুন প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনটি আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) অনুযায়ী বাস্তবায়িত করা হয়েছে, যেখানে ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে আইনি ব্যবস্থার মাধ্যমে করদিবস নির্ধারণের ক্ষমতা রয়েছে।

এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সাধারণ করদাতাদের জন্য ২০২৪-২৫ করবর্ষের জন্য করদিবস ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগামী ১৬ ফেব্রুয়ারিতে চলে যাবে। এর মাধ্যমে ব্যক্তি করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

একইভাবে কোম্পানির করদাতাদের জন্য ২০২৪-২৫ করবর্ষের জন্য করদিবস ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে যা আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। এর মাধ্যমে কোম্পানি করদাতারা আগামী ১৬ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে