ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সরকারি তিতুমীর কলেজ

অনশনরত ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

২০২৫ জানুয়ারি ৩০ ১৬:১৬:৩০
অনশনরত ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

ডুয়া নিউজ: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রায় ২২ ঘণ্টা ধরে অনশনরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনজন শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের (২০২০-২১ সেশন) রানা আহমেদ, গণিত বিভাগের (২০২০-২১ সেশন) আমিনুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের (২০২১-২২ সেশন) রাশেদুল ইসলাম রাশেদ।

এর আগে গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শিরোনামে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে আন্দোলন শুরু করেন কলেজটির কিছু শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজের মূল ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'তিতুমীর ঐক্য' তাদের সাত দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে: তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসন গঠন, শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি বিষয়ে ল' এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন, যোগ্য পিএইচডি শিক্ষকদের নিয়োগ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ২৮ বছর ধরে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য মন্ত্রণালয়ে উপস্থাপন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে