ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৌদিতে প্রথম বিলাসবহুল রেলভ্রমণ, আসছে ‘ড্রিম অব ডেজার্ট’

২০২৫ জানুয়ারি ৩০ ১৫:৪২:৪৮
সৌদিতে প্রথম বিলাসবহুল রেলভ্রমণ, আসছে ‘ড্রিম অব ডেজার্ট’

ডুয়া ডেস্ক : সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিলাসবহুল রেলভ্রমণ প্রকল্প চালু করছে। দেশটির রেল দপ্তর (এসএআর) এবং ইতালির হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বুধবার, এই প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশা উন্মোচন করা হয়েছে।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চালু হতে যাওয়া ট্রেনটি মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকা ক্যাটাগরির ট্রেন হিসেবে ইতিহাস গড়তে চলেছে।

চলমান ফাইভ-স্টার হোটেল

ড্রিম অব ডেজার্ট ট্রেনে থাকবে ১৪টি বিলাসবহুল বগি, যার মধ্যে রয়েছে ৩৪টি স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের আতিথেয়তা ও পেশাদার সেবা। সৌদি রেল দপ্তরের (এসএআর) বিবৃতিতে ট্রেনটিকে ‘চলমান ফাইভ-স্টার হোটেল’ হিসেবে অভিহিত করা হয়েছে।

ট্রেন রুট ও নকশা

ট্রেনটি রাজধানী রিয়াদ থেকে যাত্রা শুরু করে সৌদির উত্তরাঞ্চল ভ্রমণ করবে। যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে সৌদির নয়নাভিরাম মরুভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ড্রিম অব ডেজার্টের নকশা ও অভ্যন্তরীণ সজ্জার দায়িত্বে ছিলেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। তিনি সৌদির ঐতিহ্য ও আধুনিক বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছেন ট্রেনের ইন্টেরিয়রে।

সৌদির পর্যটনে নতুন যুগ

এসএআরের মতে, ড্রিম অব ডেজার্ট সৌদি পর্যটন খাতের জন্য এক যুগান্তকারী সংযোজন। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্যের রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে, অন্যদিকে সৌদির ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরবে। (সূত্র: গালফ নিউজ)

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে