ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

২ মাসের মধ্যে ইএফটিতে শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন, অন্যথায় বেতন-ভাতা স্থগিত

২০২৫ জানুয়ারি ৩০ ১৫:৩৩:১৭
২ মাসের মধ্যে ইএফটিতে শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন, অন্যথায় বেতন-ভাতা স্থগিত

ডুয়া ডেস্ক: ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে বেতন প্রাপ্তির জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে যুক্ত হওয়া দেড় লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ভুল তথ্য সংশোধনের সময়সীমা আগামী দুই মাস। এই সময়ের মধ্যে ভুল তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশ অনুযায়ী তাদের বেতন-ভাতা প্রদান স্থগিত করা হতে পারে।

বুধবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এই তথ্য জানানো হয়।

মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপ-পরিচালক আবু সাঈদ মজুমদার বলেন, "দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএস সেলে থাকা তথ্যগুলোর মধ্যে অনেক অশেষ মিল নেই। কারো নামের বানান ভুল, আবার কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিক নয়। তাই সংশোধনের জন্য দুই মাসের সময় দেওয়া হয়েছে।"

তথ্য সংশোধন না করলে কী ব্যবস্থা নেওয়া হবে? জানতে চাইলে তিনি বলেন, "এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময়সীমা পার হলে বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে এবং পরের পদক্ষেপে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে।"

ইএমআইএস সেলের তথ্য অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩ লাখ ৮০ হাজার তথ্য যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রথম ধাপে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন এবং দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজারকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের ব্যাংকে বেতন জমা হওয়ার কথা।

এ বিষয়ে আবু সাঈদ মজুমদার জানান, "৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন আজ ব্যাংকে পাঠানো হতে পারে। যদি আজ সম্ভব না হয় তবে পরের সপ্তাহের শুরুতে ব্যাংকে টাকা পাঠানো হবে।" তিনি আরও বলেন, "তৃতীয় ধাপে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য ইএফটিতে বেতন প্রদান প্রক্রিয়ার কাজ চলছে।"

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বেতন ছাড় সরকারি কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে "অ্যানালগ" পদ্ধতিতে করা হতো যা শিক্ষক-কর্মচারীদের জন্য নানা ভোগান্তির কারণ হতো।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন-ভাতা ইএফটিতে দেওয়ার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়েছে। পরে ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের অর্থ পেয়েছে। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার এবং পরবর্তীতে তৃতীয় ধাপে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানোর কাজ চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে