ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হামাস মুক্তি দিচ্ছে ৮ জিম্মিকে, ইসরায়েল ১১০ ফিলিস্তিনিকে

২০২৫ জানুয়ারি ৩০ ১১:৩৪:৩৪
হামাস মুক্তি দিচ্ছে ৮ জিম্মিকে, ইসরায়েল ১১০ ফিলিস্তিনিকে

ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে বৃহস্পতিবার তিন ইসরায়েলিসহ ৮ জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিপরীতে কারাগার থেকে ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ৩২ থাই শ্রমিককে আটক করে হামাস। এর আগের জিম্মি মুক্তির সময় এরমধ্যে থেকে ২৩ জনকে মুক্তি দেয়া হয়। আজ মুক্তি পাচ্ছেন পাঁচজন।

গত ১৯ জানুয়ারি জিম্মি মুক্তির প্রথম ধাপে তিন ইসরায়েলির বদলে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ২৫ জানুয়ারি দ্বিতীয় দফা চার ইসরায়েলি জিম্মির বিপরীতে মুক্তি পায় ২০০ ফিলিস্তিনি।

এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিমতীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে প্রাণ গেছে ১০ জনের।

সবশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ লাশ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে