ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে স্মারকলিপি

২০২৫ জানুয়ারি ৩০ ০০:০৬:৪৭
ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে স্মারকলিপি

ডুয়া নিউজ: ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কারচুপির অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত শিক্ষকদের জবাবদিহির দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী মো. রাশেদ খান।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ স্মারকলিপি জমা দেন।

লিখিত অভিযোগপত্রে রাশেদ খান উল্লেখ করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি জিএস পদে প্রার্থী ছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল ৬০৬৩টি। তবে এই নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জিএস হিসেবে নির্বাচিত করা হয়, যা তৎকালীন উপাচার্য মো. আক্তারুজ্জামানের সহযোগিতায় ঘটেছিল।

তিনি অভিযোগ করেন, ডাকসুর ইতিহাসে রাত সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করে তৎকালীন উপাচার্য ছাত্রসমাজের সঙ্গে প্রহসন করেছিলেন। এমনকি জিএস প্রার্থী গোলাম রাব্বানী কোনো নিয়ম মেনে এমফিলে ভর্তি না হয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এ সময় জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বহু সংবাদ প্রকাশিত হয়েছে।

রাশেদ খান বলেন, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করা এবং ডাকসু পদ খারিজ করার দাবি জানান। তিনি দাবি করেন যে, রাব্বানী ভোট কেন্দ্রে দখল, ব্যালট পেপারে অবৈধ সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কারচুপির সঙ্গে নাম জড়িয়ে ছিলেন এবং নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মুনতাসির, যুগ্ম সদস্য সচিব আব্বাস উদ্দিন প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে