ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য দ্রুত প্রদানের সিদ্ধান্ত

২০২৫ জানুয়ারি ২৯ ২২:৪৭:৫২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য দ্রুত প্রদানের সিদ্ধান্ত

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির তৃতীয় সভা আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

সভায় ডুয়া’র নতুন জীবন সদস্য প্রদানের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সভায় একটি কমিটি গঠন করা হয়।

সভায় ২০২৩ ও ২০২৩-২৪ বছরের জন্য শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের বিষয়ও আলোচনা করা হয়। সভায় এই দুই বছরের জন্য বৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভা সঞ্চালন করেন ডুয়া’র সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, আবদুস সাত্তার মিয়াজী, আবদুল্লাহ আল কাফী, মো. মোস্তাফিজুর রহমান, নিজামুল কবির, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো.তহা, ড. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ এবং মোহম্মদ সাইফুল ইসলাম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে