ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

২০২৫ জানুয়ারি ২৯ ২১:৩৮:২৩
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ডুয়া নিউজ: আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আত্মপ্রকাশ হয়েছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের। এদিন সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে "জুলাই গনঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা" শীর্ষক আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক।

এছাড়াও আলোচনায় অংশ নেন গনঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম, আবু হানিফ ও শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন। দিনটাকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট জাতীয় নির্বাচন দেওয়া যেতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং আমরা ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। তাই আমরা বুঝি, কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। সেজন্য আমরা বলছি, নির্বাচনী আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে, সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে; এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব, দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি। এসময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে পাহারা দিয়েছিলো রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না যে, এই আন্দোলন ১০ থেকে ১৫ দিনে হয়ে সফল হয়েছে। এটা ঠিক নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই-আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমি আপনাদের সাক্ষ্য দিচ্ছি, গত ১৬ বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ আন্দোলন করেছি। ২০১৩ সালে ফ্যাসিবাদী সরকার গনমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে কালো আইনের খসড়া তৈরি করেছে। সেখান থেকে আমাদের আন্দোলনের শুরু হয়েছে। সেখানে আমাদের বক্তব্য সব গণমাধ্যম প্রকাশ এবং প্রচার করতে পারেনি। ৫ আগস্টের আগে ফ্যাসিবাদী সরকাররের আমলে ৫৮ জন সাংবাদিক নিহত হয়েছে তাদের পেটোয়া বাহিনীর হামলায়। জুলাই বিপ্লবে ৫ জন সাংবাদিক নিহত হয়েছে।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতা চেয়েছিলাম তার প্রাথমিক বিজয় এসেছে। বিগত ১৬ বছরে আমরা সাংবাদিকতা করতে পারিনি আপনারা সবাই সাক্ষী। হাসিনাকে দানবে পরিনত করার জন্য সাংবাদিকদের একটি বড় ভূমিকা ছিল। আমরা গণমাধ্যমের মালিকদের বলেছি, আমরা এই দেশে একটা গণমাধ্যমও যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা করবো কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে দানবে পরিনত করেছে তাদের থাকতে দেয়া যাবেনা। কিন্তু আমরা দু:খের সাথে দেখছি তারা একই জায়গায় রয়ে গেছে। যারা দালালি করেছে তারা দালাল, তারা সাংবাদিক নয়।

এসময় বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে সবাই নিরপেক্ষ সাংবাদিকতা করবে। এমনটাই প্রত্যাশা করে দেশের মানুষ। সেই উদ্দোগেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস বলেন, গণমাধ্যম কর্মীরা কারো তাবেদারী করবে না, তারা সব সময় দেশ ও মানুষের জন্য কাজ করবে। আজকের অনুষ্ঠানে সেই বার্তা আমরা সবার কাছে পৌছে দিতে চাই। অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জুলাই অভ্যূথানের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল ইমরান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে