ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা বাংলাদেশে আসছে সেপ্টেম্বর

২০২৫ জানুয়ারি ২৯ ২১:০৮:১৬
রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা বাংলাদেশে আসছে সেপ্টেম্বর

ডুয়া নিউজ: মারণব্যাধী ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী একটি টিকা আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। বিশেষ করে স্তন, কিডনি ও অগ্ন্যাশয়ের ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এই টিকা কাজ করবে। চলতি বছরের সেপ্টেম্বরেই এই টিকাটি বিশ্ববাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ, যা টিকাটির আবিষ্কারক প্রতিষ্ঠান।

গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট বিশ্ববিখ্যাত একটি অনুজীব ও চিকিৎসা গবেষণা কেন্দ্র। এখানেই বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক–৫ প্রস্তুত করা হয়েছিল, যা করোনা মহামারির বিরুদ্ধে ৫৫টিরও বেশি দেশে ব্যবহার হয়েছিল।

তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, ইতোমধ্যে তাঁরা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই টিকার ব্যবহারের জন্য অনুমোদন চেয়েছেন। আশা করা হচ্ছে, আগস্ট মাসের শেষ নাগাদ মন্ত্রণালয় অনুমোদন দেবে এবং সেপ্টেম্বরে চিকিৎসাক্ষেত্রে এই টিকা ব্যবহার শুরু হতে পারে।

গামালিয়ার তৈরি এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সার টিকা, যা এমআরএনএ (mRNA) প্রযুক্তিতে তৈরি। এমআরএনএ হচ্ছে একটি প্রোটিনজাত পদার্থ, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং শরীরকে বিশেষ রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি প্রদান করে। এই টিকা ক্যান্সারে আক্রান্ত রোগীদের বা যারা নতুন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদের জন্য ব্যবহারযোগ্য হবে।

গিন্টসবার্গ আরও জানান, টিকার মূল উপাদান মানবদেহে প্রবেশ করার পর দ্রুত কাজ শুরু করবে। এটি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে, যা প্রথমে ক্যান্সার কোষগুলো শনাক্ত করে ধ্বংস করবে। ক্যান্সারের তিনটি স্তরের মধ্যে প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকরী হবে, তবে মধ্যম স্তরের ক্যান্সার রোগীরা भी উপকৃত হবেন।

২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাশিয়ায় ক্যান্সার রোগীর সংখ্যা ৪০ লাখ, এবং প্রতি বছর সেখানে ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে