ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করল আমিরাত

২০২৫ জানুয়ারি ২৯ ২০:৩৬:৩২
ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করল আমিরাত

ডুয়া নিউজ: দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালিয়ে আসছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় ৫০ হাজার নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। নেতানিয়াহু প্রশাসনের এই অবিরাম হত্যাযজ্ঞের পরিণামে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে অনেক পশ্চিমা দেশ। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সন্তুষ্ট হয়নি, বরং অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে তারা।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে। ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান 'থার্ডআই সিস্টেমস' জানিয়েছে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ-এর কাছে এক কোটি ডলারে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। গাজা যুদ্ধের ১৫ মাস পর এটি ইসরায়েল-আমিরাতের মধ্যে বিরল সরকারি বিনিয়োগ হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ইসরায়েলি কোম্পানিটি জানিয়েছে, থার্ডআই সিস্টেমসের সাথে নতুন যৌথ উদ্যোগে অতিরিক্ত এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি, তবে ওই পক্ষ ৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

এজ-এর প্রধান নির্বাহী লিওর সেগাল এক বিবৃতিতে জানান, এজ-এর এই বিনিয়োগ থার্ডআই সিস্টেমসকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে। এজ-এর সভাপতি রদ্রিগো টরেস বলেন, এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

২০২১ সালে, সংযুক্ত আরব আমিরাত তেলআবিবের সাথে এক লাখ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রম চালানোর পরিকল্পনা প্রকাশ করে। জলবায়ু পরিবর্তন, জ্বালানি, স্বাস্থ্যসেবা সহ নানা খাতে দুই দেশ একযোগে কাজ করার আশা প্রকাশ করেছে।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়, এবং এটি ছিল প্রায় তিন দশকের মধ্যে প্রথম কোনো আরব দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে