ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকাকে ৭৩ রানে আটকে দিলো বরিশাল

২০২৫ জানুয়ারি ২৯ ২০:১১:৪৭
ঢাকাকে ৭৩ রানে আটকে দিলো বরিশাল

ডুয়া নিউজ: চলমান বিপিএলের ৩৮তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বরিশালকে মাত্র ৭৪ রানের লক্ষ্য দিয়েছে লিটন-সাব্বিররা।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ৮ বলে ১০ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। ৪ বলে শূন্য রান করে ফিরে যান রিয়াজ হাসান। ১৪ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার তানজিদ তামিম। ফলে দলীয় ২০ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

এরপর একে একে আরও উইকেট পড়তে থাকে। সাব্বির রহমান (৭), মোসাদ্দেক হোসেন (২), জেপি কোটজে (৫), নামজুল ইসলাম (০), বেটন (১০) এবং মোস্তাফিজ (২) আউট হন। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান থিসারা পেরেরা, কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন। ১১ বলে ১৫ রান করে ঢাকার অধিনায়ক পেরেরা ফেরেন। শেষ পর্যন্ত ২৭ বল হাতে রেখে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

বরিশালের হয়ে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এছাড়া এক উইকেট শিকার করেন জেমস ফুলার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে