ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে পাশে চাই: ঢাবি উপাচার্য

২০২৫ জানুয়ারি ২৯ ২০:০৭:০৯
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে পাশে চাই: ঢাবি উপাচার্য

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে। আমরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের উন্নয়ন সহযাত্রী হিসাবে পাশে পেতে চাই। হাতে হাত রেখে আমরা একসাথে চলতে চাই।”

ড. নিয়াজ আহমদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নের জন্য সরকারের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। আমরা আমাদের মেরুদন্ড শক্ত করতে চাই। যে কারণে আমাদের উন্নয়ন কর্মকান্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বেশি করে সম্পৃক্ত করতে চাই।”

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিভিন্ন হলের প্রভোস্টগণ।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানির নেতৃত্বে ‍ডুয়া’র প্রতিনিধিদলে ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আবদুস সাত্তার মিয়াজী, মোস্তাফিজুর রহমান, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো. তহা ও ড. শরীফুল ইসলাম দুলু।

ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ১০০ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটি টাকার অনুদান তহবিল নিয়ে আমরা অগ্রসর হতে চাই। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা আরও বেশি সম্পৃক্ত হতে চাই।”

ডুয়ার সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী বলেন, “আমরা ডুয়ার পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের শতভাগ বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, শিক্ষার্থীদের বর্তমান বৃত্তির পরিমাণ ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।

সভায় আবদুল বারী ড্যানী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের প্রতিটিতে ১০০ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ডুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হবে। হলগুলোর প্রভোস্টদের নিকট অবিলম্বে কম্বলগুলো প্রেরণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে