ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রেস সচিব

‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না’

২০২৫ জানুয়ারি ২৯ ২০:০২:০৭
‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না’

ডুয়া নিউজ: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডসহ সব অপরাধের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় এবং তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় না আসে, তবে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলমের প্রেস সচিব।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই মাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ আছে, শেখ হাসিনা নিজে গুম-খুনের নির্দেশ দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আমাদের চোখের সামনে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটল। কতজন নিহত হল, কতজন অঙ্গ হারাল, কিন্তু আওয়ামী লীগের কোনও অনুশোচনা নেই। তারা আরও মিথ্যা বলছে।"

এছাড়া, তিনি জানান, "যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইছে, যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে, এবং যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট অবস্থান, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে।"

আরেকটি প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগকে ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং তাদের নেতৃত্ব ‘ক্লিন’ হওয়া জরুরি। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডে জড়িত না, তাদেরও কোনো অনুতপ্ত মনোভাব নেই, তারা একবারও ক্ষমা চাননি।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কেউ এসে বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ‘ক্লিন লিডারশিপ’ চান।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে