ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

২০২৫ জানুয়ারি ২৯ ১৮:৫৮:১১
ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

ডুয়া নিউজ: পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ আগামী ৯ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এরপর ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ নিষিদ্ধ থাকবে এবং আগামী নভেম্বর মাস থেকে পর্যটকদের জন্য আবার দ্বীপটি উন্মুক্ত হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ এবং রাত যাপন করতে পারছিলেন। তবে ফেব্রুয়ারি থেকে আর কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। স্থানীয়রা সরকারের কাছে সার্বক্ষণিক পর্যটক প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে, বিশেষ করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি।

সেন্ট মার্টিনের বাসিন্দা এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটি ভ্রমণ করেন, তবে এবার ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে। তারা মনে করছেন, অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো উচিত।

এ বিষয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন বলেন, "সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণে নির্দেশনায় এখনও কোনো পরিবর্তন আসেনি। প্রতি বছর নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হয় এবং ৩১ জানুয়ারি পর্যন্ত চলে।" তিনি জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাত যাপন করতে পারবেন না।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে, যা পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, "এখানে ১০ হাজারের বেশি মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে। যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাহাজ চলাচল বৃদ্ধি করা যায়, তাহলে স্থানীয় বাসিন্দাদের উপকার হতো।"

প্রসঙ্গত, সেন্ট মার্টিনে ১২টি জাহাজ চলাচল করত। টেকনাফ-সেন্ট মার্টিন, ইনানী-সেন্ট মার্টিন, কক্সবাজার-সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করত, তবে বর্তমানে কেবল কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। মিয়ানমারের রাখাইনের সংঘাতের কারণে টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করা জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে