ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এসএসসির ফরম পূরণে সময়সীমা বর্ধিত করলো ঢাকা বোর্ড

২০২৫ জানুয়ারি ২৯ ১৮:৪৬:৪৯
এসএসসির ফরম পূরণে সময়সীমা বর্ধিত করলো ঢাকা বোর্ড

ডুয়া ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিলম্ব ফি নিয়ে শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের নতুন সময় ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, যারা প্রথম পর্যায়ে ফরম পূরণ করতে পারেননি, তাদের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।

প্রথমে ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা নির্ধারিত সময়ে (৯ ডিসেম্বর) সমাপ্ত হওয়ার কথা ছিল। পরে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় এবং ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল, যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর।

এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ফরম পূরণের আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ফি ২ হাজার ২৪০ টাকা, এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সীমার মধ্যে ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের ১০০ টাকার বিলম্ব ফি দিতে হবে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি হিসেবে সর্বোচ্চ ১০০ টাকা নিতে পারবে এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সাক্ষাৎকার এর সর্বশেষ খবর

সাক্ষাৎকার - এর সব খবর



রে