ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২০২৪ ডিসেম্বর ১০ ২২:২০:৩৪
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের স্কলারশিপসহ আবাসন সুবিধা দিতে আস সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর উপস্থিতিতে এ চুক্তি সম্পাদন হয়।

প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থার লক্ষ্য নিয়ে শুরু হওয়ার এই প্রকল্পটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বুড়িগঙ্গা তীরে বসুন্ধরা রিভারভিউয়ে হবে। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা অনুযায়ী স্কলারশিপের ব্যবস্থা করা হবে এ উদ্যোগের উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীরা ১০০%, ৭৫%, ৫০%, এবং ২৫% স্কলারশিপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

এর পাশাপাশি, উন্নতমানের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এবং আইইএলটিএস-এর মতো ভাষাগত দক্ষতার প্রশিক্ষণসহ বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ব্যবস্থা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের মন্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে, তারা এই উদ্যোগে অত্যন্ত নিবেদিত এবং ছাত্রদের সত্যিকার অর্থে সাহায্য করতে সচেষ্ট।

এমন উদ্যোগে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধু শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান করছে না বরং তাদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নেও সহযোগিতা করছে।এই ধরনের পদক্ষেপগুলো দেশের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরো দক্ষ, মানবিক ও নৈতিক গুণাবলীগুণান্বিত করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে