ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

অভিবাসী ইস্যুতে ‘স্যরি’ বলে কান্নায় ভেঙে পড়লেন সেলেনা গোমেজ

২০২৫ জানুয়ারি ২৯ ১৬:৪৫:৪২
অভিবাসী ইস্যুতে ‘স্যরি’ বলে কান্নায় ভেঙে পড়লেন সেলেনা গোমেজ

ডুয়া ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে, নিরাপত্তা বাহিনী ঝটিকা অভিযান চালিয়ে অভিবাসীদের চিহ্নিত করছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। কিছু ক্ষেত্রে অভিবাসীদের গ্রেপ্তারও করা হচ্ছে। এসব দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, "আমি দুঃখিত।" কান্নার মাঝে সেলেনাকে বলতে শোনা যায়, “সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেক মানুষ হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে; আমি সত্যিই বুঝতে পারছি না, কী ঘটছে। আমি খুবই দুঃখিত। যদি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব, তবে আমি প্রতিজ্ঞা করছি, যা কিছু করা সম্ভব, করব।”

সেলেনার এই আবেগঘন বার্তার পর অনেকে তাকে সমালোচনা করতে শুরু করেন এবং কিছু মানুষ দাবি করেন, তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হোক। পরে তিনি ভিডিওটি মুছে ফেলেন, কারণ সামাজাকি মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসে সেখানে বসবাস শুরু করেন। এই কারণে অভিবাসীদের প্রতি তার বিশেষ টান রয়েছে। এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, তার ফুফু ১৯৭০ সালে মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি ট্রাকের পেছনে উঠেছিলেন, এবং তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদি। সেলেনার বাবা টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং সেলেনা নিজেও ১৯৯২ সালে সেখানে জন্মগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে