ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

২০২৪ ডিসেম্বর ১০ ২৩:০৬:০৬
লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

ডুয়া নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার রাতে ১৫ সদস্যের এই দলে কিছু পরিবর্তন ঘোষণা করেছে। দলে নতুন করে ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল, তবে বাদ পড়েছেন শরিফুল হাসান।

পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ থাকছে না। তার পরিবর্তে দলে স্থান পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব, যিনি ভারতের বিরুদ্ধে সিরিজে ছিলেন না।

চোটের কারণে নাজমুল হোসেন শান্ত টেস্ট ও ওয়ানডে সিরিজের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি দলের ক্ষেত্রেও বাইরে থাকছেন। লিটন দাসের উপস্থিতিতে তার পদে ইতিবাচক পরিবর্তন আসবে, সম্ভবত মেহেদি হাসান মিরাজের উপর চাপ কমানোর লক্ষ্যে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংসটনে, যেখানে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচ বাংলাদেশের সময় সকাল ৬টায় শুরু হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছে:

লিটন কুমার দাস (অধিনায়ক)সৌম্য সরকারতানজিদ হাসান তামিমপারভেজ হোসেন ইমনআফিফ হোসেনমেহেদি হাসান মিরাজজাকের আলী অনিকশামীম হোসেন পাটোয়ারীশেখ মেহেদী হাসানরিশাদ হোসেননাসুম আহমেদতাসকিন আহমেদতানজিম হাসান সাকিবহাসান মাহমুদরিপন মন্ডল

সিরিজটি আগের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানরা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে