ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বিজয় দিবসের র‌্যালীর প্রস্তুতিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালানাইর সদস্যরা

২০২৪ ডিসেম্বর ০১ ০৯:০০:৫০
বিজয় দিবসের র‌্যালীর প্রস্তুতিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালানাইর সদস্যরা

শুরু হয়েছে বিজয়ের মাস। গৌরবের এ মাসকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া আজ রোববার সকাল পোৗনে ৮টয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বিজয় র‌্যালী বের করে।

এর আগে অ্যালামনাই ফ্লোরে ডুয়া’র সদস্যরা মিলিত হয় এবং র‌্যালীতে অংশগ্রহণের জন্য বিজয় দিবসের ক্যাপ পরে নেন। সদস্যদের মধ্যে এমন দৃশ্য বিজয় দিবসের গাম্ভীর্য ও মাহাত্মকে ফুটে উঠে।

এরপর ডুয়া’র সদস্যরা অপারেজয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যায়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ও হলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে লাল-সবুজের র‌্যালীতে যোগ দেন।

বিজয় দিবসের র‌্যালীতে ডুয়া’র পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী। উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামালউদ্দিন জসিম, আবদুস সাত্তার মিয়াজী, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল কাফী রতন, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো. তহা, ড. শরিফুল ইসলাম দুলু,মোঃ নাজমুস সায়াদাত প্রমূখ।

র‌্যালী শুরুর আগে বিশ্ববিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ডুয়া’র সদস্যরা-

মিয়াজী/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে