ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ-সতর্ক রয়েছে’

২০২৫ জানুয়ারি ২৯ ১৩:০১:১৭
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ-সতর্ক রয়েছে’

ডুয়া নিউজ : যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সুদৃঢ় করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘এবারের ইজতেমায় অন্তত সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এবার প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ের পাশাপাশি বুকলেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় আরও সুদৃঢ় ভূমিকা রাখতে পারবেন।’

জিএমপির কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। পাঁচ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে।

ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান জিএমপি কমিশনার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে