ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে বর্ষবরণ ও পিঠা উৎসব

২০২৫ জানুয়ারি ২৯ ১২:২৯:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে বর্ষবরণ ও পিঠা উৎসব

ডুয়া নিউজ : যুক্তরাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে বর্ষবরণ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি লন্ডনের অদূরে রমফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে লন্ডন এবং তার আশেপাশের এলাকা ছাড়াও নরউইচ, ইন্সউইচ, স্লাউ থেকেও সদস্যরা স্বপরিবারে যোগ দেন।

মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় শুভেচ্ছা বক্তব্য। অনুষ্ঠান সঞ্চলনা করেন বুলবুল হাসান। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ মিল্লাদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অদীর রঞ্জন দাস, সদস্য সচিব ডঃ সিরাজুল হক চৌধুরী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ রহমান জিলানী।

বক্তরা বৈরী আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক এই বছরের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন এবং সবাইকে অংশগ্রহণের আহবান জানান।

এরপর শুরু হয় আবৃত্তি ও গানের আসর। আরজুমান্দ মুন্নির উপস্থাপনায় এই পর্বের স্বরচিত কবিতা পাঠ করেন তাহমিনা খাতুন। আবৃত্তি করেন সিনথিয়া দাস, নিনি, বাদল এবং উদয় শঙ্কর দাশ। বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে তিনি সবার প্রশংসা কড়িয়েছেন।

এসবের মধ্যেই চলছিল চা-চক্র আর বিভিন্ন রকমের পিঠা খাওয়া। সংগঠনের সব সদস্য বিশেষ আন্তরিকতার সঙ্গে কাজ করে এই অনুষ্ঠান সফল করে তুলেছেন। এর মধ্যে আশরাফ জামান, মিনারা সুলতানা, আসহাবুর হোসেইন, অজিত সাহা ও টগর বিশেষভাবে উল্লেখের দাবী রাখেন।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অনুষ্ঠান শেষে পিঠার স্বাদ আর আবৃত্তি ও গানের রেশ নিয়ে সবাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইউকের আয়োজনে বর্ষবরণ ও পিঠা উৎসব থেকে বাড়ি ফেরেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে