ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যেভাবে উদযাপিত হবে এবারের বিজয় দিবস 

২০২৪ ডিসেম্বর ১০ ২২:২১:০৫
যেভাবে উদযাপিত হবে এবারের বিজয় দিবস 

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, এবারের বিজয় দিবসটি উৎসবমুখর করে তোলার জন্য সারাদেশে নানা ধরনের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।

ইউএনবি’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বিজয় দিবস আমাদের জাতির জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ দিন, যা ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে অর্জিত হয়েছে এবং সারাদেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল।

তিনি উল্লেখ করেছেন, অতীতের মতো এবারও সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলার আয়োজন করা হবে, যেখানে চারু ও কারুশিল্প মেলার পাশাপাশি কৃষিপণ্যের প্রদর্শন এবং দেশীয় পণ্য বিক্রির ব্যবস্থা থাকবে। এসব মেলায় শিশু, নারী, পুরুষ—সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এ বছরের বিজয় দিবস উদযাপন হবে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক।

ফারুক ই আজম জানান, পূর্বে প্রচলিত কুচকাওয়াজে জনগণের সম্পৃক্ততা কম ছিল, কিন্তু এবার জনগণের বিভিন্ন শ্রেণীকে মেলায় আনার চেষ্টা করা হবে। তিনি এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন, জাতীয় প্যারেড স্কয়ারে এবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, কারণ সেনাবাহিনী সারাদেশে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত আছে এবং কুচকাওয়াজের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন।

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে তিনি জানান, এবারে জাতীয় স্টেডিয়ামে কোনো প্রোগ্রামে প্রধান উপদেষ্টা যাবেন না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে