ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ভ্রমণে যুক্তরাজ্য নাগরিকদের সতর্কতা

২০২৫ জানুয়ারি ২৯ ১০:৩৩:৫১
পাকিস্তান ভ্রমণে যুক্তরাজ্য নাগরিকদের সতর্কতা

ডুয়া ডেস্ক : পাকিস্তান ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা দ্য ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও। জারি করা নতুন নির্দেশিকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রকাশিত নির্দেশিকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ১০ মাইলের মধ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।

এছাড়া খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বেশ কয়েকটি এলাকা, যেমন বাজৌর, বান্নু, সোয়াত, পেশোয়ার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ অন্যান্য অঞ্চল ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

কাকরোরাম হাইওয়ের মানসেহরা থেকে চিলাস পর্যন্ত এবং এন৪৫ হাইওয়ের মারদান থেকে চিত্রাল পর্যন্ত, বিশেষ করে কালাশ উপত্যকায় যাওয়াও নিরুৎসাহিত করা হয়েছে।

বেলুচিস্তানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে এন১০ মোটরওয়ের দক্ষিণ অংশ এবং সিন্ধু সীমান্তসংলগ্ন এন২৫ মহাসড়কের নির্দিষ্ট অংশের বাইরে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার ১০ মাইলের মধ্যে এবং সিন্ধু প্রদেশে নওয়াবশাহের উত্তরের কিছু এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে