ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ২৮ ২১:১৩:২১
১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের

ডুয়া নিউজ: আগামী ১৫ দিনের মধ্যে অধিভুক্ত ৭ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার রূপরেখা প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এবং এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।"

এছাড়া শিক্ষার্থীরা তাদের অন্যান্য দাবিগুলোও তুলে ধরেন। দাবিগুলো হলো:

  • সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চালিয়ে যেতে হবে;
  • বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথে চলমান শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে;
  • উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে আগামী দুই দিনের মধ্যে আলোচনার আয়োজন করতে হবে।

এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "যারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে বিচার করতে হবে।"

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষেনিউমার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যলয়ের বাস চলাচল বন্ধকর্মসূচি প্রত্যাহার করে সাত কলেজের শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে