ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ভারত-বাংলাদেশ সমস্যা নিয়ে যা বললেন শিল্পী অঞ্জন দত্ত

২০২৫ জানুয়ারি ২৮ ২০:২৯:২৪
ভারত-বাংলাদেশ সমস্যা নিয়ে যা বললেন শিল্পী অঞ্জন দত্ত

ডুয়া ডেস্ক : বাংলাদেশ-ভারতের অশান্তির কারণে কলকাতা ও ঢাকার শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনটাই মনে করেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, পরিচালক ও শিল্পী অঞ্জন দত্ত। সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কলকাতা এবং ঢাকার চলচ্চিত্র শিল্পের স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। দুই দেশেরই বড় একটি বাজার রয়েছে, যা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অঞ্জন দত্ত আরও জানান, ভারতে যেমন তার একটি বড় ফ্যান ফলোয়িং রয়েছে, তেমনই বাংলাদেশেও তিনি জনপ্রিয়। তিনি বলেন, “রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু শিল্প মানুষকে একত্রিত করে।”

তিনি বলেন, “আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক। শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের বিশাল একটি বাজার রয়েছে, যা উভয় দেশের জন্য খুলে যাওয়ার প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে।”

বাংলাদেশের মানুষের প্রতি তার শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্ত বলেন, “বাংলাদেশে অনেক প্রতিভাবান মানুষ আছেন—চমৎকার চলচ্চিত্র নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বিসর্জন দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, "আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু শিল্প মানুষকে একত্রিত করে।"

এছাড়া অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে, যেখানে তার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরবে। এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, "পরমব্রতের পরিচালনায় কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি।"

বর্তমান প্রজন্মের পরিচালকদের নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আজকালকার পরিচালকরা প্রযুক্তিগত দিক নিয়ে বেশি চিন্তিত, অভিনয়ের চেয়ে লেন্স এবং ড্রোন শট নিয়েই বেশি ব্যস্ত। এর ফলে অনেক সময় অভিনেতারা অসহায় বোধ করেন।”

পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্কে তিনি বলেন, “আমি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ‘দ্য বং কানেকশন’ ছবিতে তাকে কাস্ট করেছিলাম। তারপর সে নিজের পথে এগিয়ে গেছে এবং আরও সাবলীল হয়ে উঠেছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে