ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ১০ ২২:১১:৩১
জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ: জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রেরণা ও উৎসাহ প্রদান করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবিগুলি মন দিয়ে শোনেন। অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, পাশাপাশি কর্মজীবী নারীরাও অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 'জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না' শীর্ষক নারী সমাবেশে প্রধান উপদেষ্টার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। শিক্ষার্থীরা উৎসাহচিত্তে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের দাবিগুলি তুলে ধরেন।

এই উদ্যোগের উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবের স্মৃতিকে চিরন্তন করা এবং মেয়েদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে