ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের মিছিল

২০২৪ ডিসেম্বর ১০ ২২:০৬:৫১
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের মিছিল

ডুয়া নিউজ: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে সংগঠিত হওয়া আরএসএসের বিক্ষোভ মিছিল দিল্লি পুলিশ আটকে দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এবং অন্যান্য সংগঠনের সদস্যরা এই বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি 'সিভিল সোসাইটি অব দিল্লি'র ব্যানারে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানত আরএসএসের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের সদস্যরাও সক্রিয় অংশগ্রহণ করেন।

যখন বিক্ষোভের কার্যক্রম শুরু হয়, দিল্লির পুলিশ গোলচত্বরে তাদের বাধা দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন থেকে কিছুটা দূরে লোহার ব্যারিকেড বসায়।

গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে একই ধরনের বিক্ষোভ হয়, যেখানে হামলার ঘটনাও ঘটে।

বাংলাদেশ থেকে বিষয়টির উপর তীব্র প্রতিবাদ করার পর ভারতজুড়ে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়।

দিল্লিতে বিক্ষোভকারীদের আটকে দেয়ার পর তারা পুলিশ পাহারায় হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করতে এবং তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ঘটনাগুলো দুই দেশের মধ্যে কিছুটা জটিলতা এবং ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে