ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৫ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন বিএসএমএমইউয়ে

২০২৫ জানুয়ারি ২৮ ১৬:১৩:৫৯
৫ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন বিএসএমএমইউয়ে

ডুয়া ডেস্ক: রোগীদের প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের নিচতলায় ৫ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সি (জরুরি বিভাগ) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির মোট কার্ডিয়াক ইমার্জেন্সির সংখ্যা এখন ১৩টি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, বিএসএমএমইউর কার্ডিয়াক ইমার্জেন্সির সব শয্যাতেই রোগীদের ভর্তি থাকে। পূর্বে এখানে মাত্র ৮টি শয্যা ছিল কিন্তু নতুন ৫টি শয্যার সাথে এটি এখন ১৩টি হয়ে গেছে।

কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিএসএমএমইউ রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত। যেখানে নগরের রোগীরা হৃদরোগ সম্পর্কে বেশি সচেতন। হৃদরোগের জরুরি অবস্থায় চিকিৎসা দেয়ার উচ্চমানের ব্যবস্থা থাকায় বিভাগটিতে সবসময় রোগীদের চাপ থাকে। তাই সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সির উদ্বোধন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের কয়েকজন বিশিষ্ট চিকিৎসক। যার মধ্যে অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. মঞ্জুর মাহমুদ, অধ্যাপক ডা. ইকবাল হাসান এবং অন্যান্য চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে